গতকাল রাত লন্ডনের এক অভিজাত ভেনুতে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল ও বাংলাদেশ ডেমোক্রেটিক প্লাটফরমের সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃটেনের লন্ডনে কানেক্ট বাংলাদেশ এবং গ্রেটার চিটাগাং এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সবাই সভাপতিত্ব করেন Trsnsperacy International Bangladesh (TIB) চেয়ারম্যান এবং Board of Trustees জনাব মনসুর আহমেদ চৌধুরী।
https://www.ti-bangladesh.org/board-of-trustees
https://en.m.wikipedia.org/wiki/Transparency_International
এই মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিল আগামীর বাংলাদেশে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় এবং নাগরিক সচেতনতা তৈরি করা যায়।
কিভাবে দুর্নীতি সমূহ জনসম্মুখে তুলে ধরা যায় এবং আইনের প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় এ বিষয়গুলো নিয়ে আরো অনেকগুলো আলোচনা সভা পরিচালিত হচ্ছে লন্ডনে।
আমাদের পরবর্তী গবেষণার বিষয় হল আগামীতে আর কেউ যেন বাংলাদেশ থেকে মানিলন্ডারিং এর মাধ্যমে অর্থ পাচার করতে না পারে অবৈধ উপায়ে।
সভায় উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশ ডেমোক্রেটিক প্লাটফর্ম মানবাধিকার কর্মীদের সংগঠনের আইন ও সামাজিক নিরাপত্তা উপদেষ্টা এবং গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ও পরিচালক স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী আলী রেজা (Bar at law), বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম এর ব্যবস্থাপনা পরিচালক এবং মুখপাত্র তানভীর কাদের খান, গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের ট্রেজারার, UK টিভি ২৪ বাংলা ও চাটগাইয়া গফের সম্পাদক মাসুদ উর রহমান, মানবাধিকার খবরের উপদেষ্টা, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার কর্মী রেজওয়ানা বাসার ( তিনি প্রাক্তন বাংলাদেশের নিযুক্ত তারকিশ অ্যাম্বাসেডর ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার বাশারের স্ত্রী), Global Consumer & Human Rights Forum এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদক প্রতিরোধ খবরের সম্পাদক ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী এবং TV BD সম্পাদক ও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক মমিন ভাই।
