আমাদের প্ল্যাটফর্মের মুখ্য উদ্দেশ্য জনসচেতনতা তৈরি করা যাতে আমরা শীঘ্রই এমন একটা বাংলাদেশ দেখতে পাই যেখানে ক্ষুধার্ত অবস্থায় বা আশ্রয়হীনভাবে কোন মানুষ নির্ঘুম রাত পার করবে না। প্রত্যেকটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা, চাকরি বা ব্যবসা এবং হালাল পথে আয় রোজগারের ব্যবস্থা থাকবে । আমার মনে হয় বিগত সরকারগুলো এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আমরা আগামী নির্বাচনে সৎ যোগ্য দক্ষ বিজ্ঞ মেধাবী সর্বজন স্বীকৃত জনপ্রতিনিধি দেখতে চাই।
আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে শহর নগর রাস্তাঘাট ঘরবাড়ি সবকিছু পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেকটা এলাকা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। অকাল মৃত্যু ঠেকানোর জন্য সরকার সাহসিকতার পরিচয় দিবে এবং উপযুক্ত পদক্ষেপ নিবে। সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযুক্ত প্রকল্প বাস্তবায়ন করবে।
এটা কোন রাজনৈতিক দল না আর আমরা যেহেতু রাজতন্ত্রের বিরোধিতা করি গণতন্ত্রের প্রচার করি আমাদের দলে কোন কিং কুইন নাই।
এটা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম যেখানে মুক্ত মনের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দেশকে নিয়ে তার ইচ্ছা ও বক্তব্য প্রকাশ করতে পারবেন।
এটা পৃথিবীর সব দেশে বসবাসরত বাংলাদেশী মেধাবী, দেশ প্রেমিক, সৎ, সাহসী ও বুদ্ধিজীবী যারা ২০২৪ জুলাই অগাস্ট গণ অভুথানে সংসলিষ্ঠ ছিল তাদেরকে নিয়ে তৈরী International ইন্টেলেকচুয়াল পাওয়ারহাউস যেটা সরকারি ও রাজনৈতিক দল গুলোকে পরামর্শ দিবে তাদের দলের মধ্যে সংস্কার আনার জন্য। যদি তারা আমাদের উপদেশ বা পরামর্শ না শুনে তাহলে এই প্লাটফর্ম নতুন রাজনৈতিক দল তৈরিতে সাহায্য করতে পারে।
আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রা জুলাই অগাস্ট এর অভুথানে আপোষহিন ভাবে এক দফা দাবি হাসিনার পতনের জন্য অনলাইনে এবং রাজপথে শরিক হয়ে কাজ করে গেছেন কারণ আমরা প্রায় এক মাস নিষ্পাপ জনসাধারণের রক্তাক্ত মৃত দেহ দেখে শান্তিতে ঘুমাতে পারিনি। বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় সেটা জানার চেষ্টা করা এবং সংসলিষ্ঠ কর্তৃপক্ষকে সেটা জানানো আমাদের এখনকার কর্মসুচি ।
বর্তমানে বাংলাদেশের মানুষ হাজার অসুবিধার মধ্যে থাকলেও মানুষের অন্তত কথা বলার গণতান্ত্রিক অধিকার আছে। মানুষ নির্ভয়ে কথা বলতে পারে। এই প্লাটফর্মের মাধ্যমে আমরা জানতে এবং জানাতে চাই বাংলাদেশের মানুষ আগামীতে কি ধরনের বাংলাদেশ এবং রাজনৈতিক দল দেখতে চায়। মানুষের এই অধিকার কতদিন থাকবে আমরা জানিনা তবে আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রম চালিয়ে রাখার জন্য।
আমাদের সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হওয়া উচিত আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তার পাশাপাশি আমাদের আশেপাশের এবং দেশের মানু কেমন আছে তা নিয়ে চিন্তা করা এবং তাদের সমস্যার সমাধান বের করা। এটা নবি রসুল হতে শুরু করে মহা ঋষি মনিশিরা ও করে গেছেন। আমাদের দেশের মানুষ যদি ভাল না থাকে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাদের জিবনের উপরে ও প্রভাভ ফেলবে। সমাজ ভাল থাকলে আমরা ভাল থাকবো।